ছাতকে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দু’জন আটক

সুনামগঞ্জ

ছাতক উপজেলা যুবদলের  আহবায়ক ফরিদ আহমদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আনোয়ার হোসেনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২ জানুয়ারি) সকালে ছাতক পৌর শহরের পশ্চিম বাজার পাবলিক খেয়াঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় নির্বাচন বর্জনের দাবিতে তারা মিছিল ও লিফলেট বিতরণ করছিলো। মিছিল খেয়াঘাট এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাঁধা দিয়ে মিছিলটি ছত্র ভঙ্গ করে দুই জনকে আটক করে।

আটক ফরিদ আহমদ উপজেলার নোয়ারাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,ছনখাইড় গ্রামের হাজী জুবেদ আলীর পুত্র ও আনোয়ার হোসেন একই ইউনিয়নের জোড়াপানি গ্রামের সাবেক মেম্বার মনোহর আলীর পুত্র।

উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *