সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের মৃত মোবাররক আলীর পুত্র ও ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার। বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার রাতে বাতিরকান্দি গ্রামের বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা, নাতী-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল রাষ্ট্রীয় মর্যাদা শেষে উপজেলার নোয়ারাই ইউনিয়নের পুর্ব নোয়ারাই জামে মসজিদ প্রাঙ্গনে প্রথম যানাজা এবং বিকেলে বাতিরকান্দি জামে মসজিদ প্রাঙ্গনে ২য় যানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন সহকারী কমিশনার (ভুমি) ইসলাম উদ্দিন। পুর্ব নোয়ারাই জামে মসজিদের ঈমাম ও খতিব মাওলানা ওসমান গনি মরহুমের যানাজায় ইমামতি করেন। যানাজায় বীর মুক্তিযোদ্ধা, সাবেক মেম্বার আলকাছ আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, স্থানীয় হাজী আকদ্দছ আলী, শরাফত আলী, হাজী ইন্তাজ আলী, মকবুল আলী, সামছুর রহমান সামছু, এড.আব্দুস সালাম, মাওলানা.আবুল কালাম, কয়েছ আহমেদ, ময়নুল হক চৌধুরী, কামাল চৌধুরী, আলমগীর হোসেন, লিটন মিয়া, আখলুছ মিয়াসহ লোকজন উপস্থিত ছিলেন। ##
শেয়ার করুন