ছাতকে সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ আলী (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
তিনি উপজেলার নোয়ারাই ইউনিয়নের কাড়ইলগাঁও গ্রামের মৃত আব্দুল হাশিমের ছেলে।
মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার সড়কের কাড়ইলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে পড়ে তিনি গুরুতর আহত হন।
স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
মো. ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি স্থানীয় ইউপি সদস্য সাদিক মিয়া নিশ্চিত করেছেন।
শেয়ার করুন