ছাতকে ৫২ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্থান্তর

সুনামগঞ্জ

ছাতক প্রতিনিধিঃ

ছাতকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমি ও গৃহায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা থেকে সরাসরি সম্প্রচার এবং জমি ও গৃহায়ন প্রকল্পের ৩য় পর্যায়ে(২য় ধাপ) ছাতক উপজেলার অর্ধশতাধিক উপকারভোগীদের মাঝে জমি ও গৃহ হস্থান্তর করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমি ও গৃহায়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার এবং উপজেলার ৫২ পরিবারের মাঝে জমি ও গৃহ হস্থান্তর করেন প্রধান অতিথি সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া। উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমানের সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত জমি ও গৃহ হস্থান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া বলেন, এদেশের কোন মানুষ ভুমিহীন ও গৃহহীন থাকবে না। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সাহসী এবং যুগান্তকারী পদক্ষেপ। ইতিমধ্যেই জমি ও গৃহায়ন প্রকল্পের ৩য় পর্যায়ের ২য় ধাপের কার্যক্রম চলমান রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, সহকারী কমিশনার(ভুমি) ইসলাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ প্রমুখ। এসময় উপজেলা প্রকৌশলী আফছর আহমদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, এস আই আরিফ সহ সরকারী কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগী লোকজন উপস্থিত ছিলেন।##

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *