ছাতক প্রতিনিধি:
ছাতকে চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করে গেলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার(সার্বিক) দেবজিৎ সিংহ। পরিদর্শনকালে এসময় উপস্থিত ছিলেন, ছাতক পৌরসভার মেয়র ও ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম চৌধুরী, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, নির্বাহী প্রকৌশলী শিক্ষা অধিদপ্তর সুনামগঞ্জ নজরুল হাকিম, ছাতক উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইসলাম উদ্দিন,ছাতক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পুলিন চন্দ্র রায়, চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য অবঃ অধ্যাপক হরিদাস রায়, হাজী আলী আসগর, দাতা সদস্য হাজী মোঃ জাহাঙ্গীর আলম, অভিভাবক সদস্য যথাক্রমে জামাল উদ্দীন, রুপা মিয়া, হাজী লুলু মিয়া, ডাঃ করুণা সিন্ধু রায় প্রমুখ।##
শেয়ার করুন