ছাতক প্রতিনিধিঃ
ছাতক সিমেন্ট কারখানার আবাসিক এলাকার বাসাবাড়িতে পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছে কারখানা কর্তৃপক্ষ। কারখানার সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রশাসনিক দপ্তরের কার্যালয়ের নোটিস বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করা হয়। পাশাপাশি শনিবার কারখানার আবাসিক এলাকায় মাইকিং বাসাবাড়িতে বসবাসরতদের পরিবেশ নোংরা না করার জন্য সতর্ক করে দেয়া হয়। কারখানার সহ-ব্যবস্থাপক(প্রশাসন) রাজীব কুমার পাল স্বাক্ষরিত এক নোটিশ এ আদেশ হয়। সকালে কারখানার ব্যবস্থাপনা পরিচালক অমল কৃষ্ণ বিশ্বাস ও ব্যবস্থাপক প্রশাসন সাইফুল ইসলামের নেতৃত্বে কারখানার ৪ নং আবাসিক এলাকায় এ পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। কারখানার আবাসিক এলাকায় বসবাসরত সকল শ্রমিক কর্মচারীসহ প্রত্যেকের বাসার আঙ্গিনা, ছাদ সহ আশপাশ এলাকায় সব ধরনের বাগান, ফুলের টব লাগানো ও বেড়া না দেয়ার জন্য এবং এসব থাকলে এক সপ্তাহের মধ্যেই পরিস্কার করার জন্য মাইকে ঘোষণা দিয়ে আদেশ দেন কর্তৃপক্ষ। এর ব্যতিক্রম কারখানা কর্তৃপক্ষ আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়। এ সময় কারখানার নিরাপত্তা কর্মকর্তা মনিরুল ইসলাম, সি বি এ সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##
শেয়ার করুন