প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আজাদ সিদ্দিকী
গত ২৩ এপ্রিল ২০২৫ ইং দৈনিক শ্যামল সিলেট ও সিলেটের বার্তা টোয়েন্টি ফোর অনলাইন নিউজ পোর্টালে মনগড়া তত্ত¡ দিয়ে “কুলাউড়ায় আওয়ামী নেতা আজাদ মিয়াকে পুর্নবাসন করলো বিএনপি” শিরোনামে প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করেছেন কুলাউড়ার ভাটেরা ইউনিয়নের হরিপুর গ্রামের বাসিন্দা মৃত সজ্জাদ আলী সিদ্দিকীর ছেলে, জাতীয়তাবাদী দল বিএনপি ভাটেরা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য আজাদ মিয়া সিদ্দিকী।
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি এক বিবৃতিতে বলেন, প্রকাশিত ওই সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। আমাকে জড়িয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভূয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার জন্য এলাকার একটি বিশেষ মহল এমন অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, আমি ছাত্রদল থেকে বেড়ে ওঠা জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী। আমি কখনো আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। আমি ১৯৯৫ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সদস্য ছিলাম। ২০১৯ সালে ভাটেরা ইউনিয়ন বিএনপি’র প্রধান আহবায়কের দায়িত্ব পালন করি। এরপর ২০২৩ সালের ১৭ অক্টোবর তারিখে কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক আশিক মোশাররফ ও যুগ্ম আহবায়ক বকশী মিছবাহ উর রহমান স্বাক্ষরিত ভাটেরা ইউনিয়ন বিএনপি’র কমিটিতে সভাপতির দায়িত্বে ছিলাম। সর্বশেষ ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি কুলাউড়া উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান ও যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামাল স্বাক্ষরিত ভাটেরা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি।
দলীয় প্রতিটি কর্মকান্ডে সক্রিয় থেকে রাজনীতি করেছি। আসন্ন ভাটেরা ইউনিয়ন বিএনপির কাউন্সিলকে সামনে রেখে এলাকার একটি বিশেষ মহল ইর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আমার রাজনৈতিক, সামাজিক,ব্যক্তিগত ও পারিবারিক মান মর্যাদা বিনষ্ট করার জন্য কুচক্রী মহল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে নানা অপপ্রচার চালাচ্ছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
শেয়ার করুন