অসীম কুমার বৈষ্ণব ::
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে লালন করে, উন্নত ও সমৃদ্ধশালী সোনার বাংলা বিনির্মানের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ এর চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাইফুল ইসলাম (জেনাউর শাফি) বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।
আজ ৩০ নভেম্বর বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্ধারিত পেডে প্রকাশ করা হয়।
জেনাউর শাফি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ার পূর্বে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন।
নব নির্বাচিত সদস্য জেনাউর শাফি বলেন- স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের মহানায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে মনে ধারন করে, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিশ্বশান্তির অগ্রদূত শেখ হাসিনার ভ্যানগার্ড হয়ে ছাত্রলীগের অগ্রযাত্রায় নিজেকে নিয়োজিত রাখব।
শেয়ার করুন