
স্টাফ রিপোর্টারঃ
চুনারুঘাটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীকে মঞ্চে রেখেই রানীগাও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে মারামারির ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। চলছে নানান আলোচনা ও সমালোচনা। সরকারের গুরুত্বপূর্ণ একজন প্রতিমন্ত্রী কে রেখে ছাত্রলীগের মারামারির ঘটনাকে নিন্দনীয়ই নয় অপরাধও বলছেন আওয়ামী লীগের অনেক নেতারা।
জানা যায়, গত শুক্রবার (৯ সেপ্টেম্বর) চুনারুঘাট উপজেলার ৯নং রানীগাও ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ আরো অনেকে।
দুই গ্রুপের আধিপত্যকে কেন্দ্র করে সংঘটিত এই মারামারির ঘটনা ঘটলে উপস্থিত মঞ্চ থেকে উপজেলা আওয়ামী লীগ নেতাদের চেষ্টায় মারামারি থামে।
সোশ্যাল মিডিয়ায় মারামারির ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়৷ এ বিষয়ে চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের শীর্ষ নেতৃবৃন্দের কোন বক্তব্যও পাওয়া যায় নি।
শেয়ার করুন


