বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার(৪ জানুয়ারি) দুপুরে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে আনন্দ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা গিয়ে শেষ হয়।
আনন্দ মিছিলে সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও মহনাগরের নাঈম আহমদ নেতৃত্বে দেন।
এসময় জেলা ও সিলেট মহানগর ছাত্রলীগের নেতৃবৃন্দ ও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন