নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের ভিডিও ধারণের অভিযোগে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভাইস এডমিরাল আশরাফুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত ১২তম শৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম তার নাম আশরাফুজ্জামান নূর রিজভী। তিনি বিশ্ববিদ্যালয়ের নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের ৬ষ্ঠ ব্যাচের শিক্ষার্থী।
সভায় ওই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল, সকল শিক্ষা কার্যক্রম স্থগিত এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এছাড়াও, তার বিরুদ্ধে আইনগত (ফৌজদারি) ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে এবং তদন্তে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
এর আগে, গত ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের মেঘনা ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত ছাত্রী ওয়াশরুমে ভেন্টিলেটর দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল ফোনের মাধ্যমে নারী শিক্ষার্থীদের ভিডিও ধারণ করছিলেন রিজভী। পরে তার মোবাইল ফোন তল্লাশি করে কিছু আপত্তিকর ভিডিও পাওয়া যায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জিজ্ঞাসাবাদে রিজভী ভিডিও ধারণের কথা স্বীকার করেন এবং আরও দুই শিক্ষার্থীর জড়িত থাকার কথা জানান। তবে তিনি তাদের পরিচয় প্রকাশ করেননি। এক পর্যায়ে শিক্ষার্থীদের দ্বারা ধাওয়া খেয়ে পালানোর চেষ্টাকালে তিনি ধরা পড়েন এবং মারধরের শিকার হন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের উপস্থিতিতে তাকে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।