অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
পবিত্র ঈদুল আজহার ১৬ দিন ছুটি শেষে আজ খুলছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার (১৯ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেন, ১৬ দিন ছুটি শেষে মঙ্গলবার (১৯ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ও একাডেমিক কার্যক্রম শুরু হচ্ছে। এর আগে ৩ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ে পবিত্র ঈদুল আযহার ছুটি শুরু হয়। ছুটি শেষ হয়ে আজ।
এদিকে সিলেটের বন্যার পরিস্থিতি বিবেচনা করে গত ১৮- ৩০ জুন বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ক্লাস-পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এতে স্থগিত হওয়া পরীক্ষাগুলো সংশোধিত বর্তমান রুটিন অনুসারে অনুষ্ঠিত হবে বলে জানান প্রশাসন।