কামরুল ইসলাম
জকিগঞ্জ উপজেলা প্রতিনিধি:
সিলেটের জকিগঞ্জ উপজেলার লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ফাতেমা বেগম কে গত ৩০ আগষ্ট বাস চাপায় হত্যা করা হয়।উক্ত ঘটনার প্রতিবাদে আজ ৫ ই আগষ্ট সুষ্ঠু বিচার ও ১১ দফা দাবিতে আটগ্রাম বাস স্টেশনে এক বিশাল মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। আজ দুপুর ১.৩০ মিনিটে মানব বন্ধন ও প্রতিবাদ সভা শুরু হয়।জকিগঞ্জ উপজেলার সাবেক, বর্তমান শিক্ষার্থী ও সাধারণ জনগনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে, এবং হাজারো মানুষের উপস্থিতিতে মানব বন্ধন অনুষ্টিত হয়েছে।
ফাতেমা বেগম কে হত্যার প্রতিবাদে মানব বন্ধনে বক্তারা, হত্যাকারী বাস চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত, ফিটনেসবিহীন গাড়ি বন্ধ সহ ১১ দফা দাবি পেশ করা করেন। মানববন্ধন কর্মসূচিতে দাবী সমূহ। • নিহত ফাতেমা হত্যাকারী ঘাতক বাস চালককে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ।
• লুৎফুর রহমান স্কুল সহ প্রত্যেকটি স্কুলের সামনে স্পীড ব্রেকার স্থাপন করতে হবে।
• আটগ্রাম পয়েন্টে প্রবেশ সম্মুখে তিন দিকে স্প্রীড ব্রেকার স্থাপন করতে হবে।
• নিহত ফাতেমা ও সাদিকার পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।
• লাইসেন্স ছাড়া গাড়ি ড্রাইভিং নিষিদ্ধ করতে হবে। • ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ করতে হবে।
• আটগ্রাম পয়েন্টে ট্রাফিক পুলিশ দিতে হবে।
• আটগ্রাম পয়েন্টে নিহত ফাতেমার নামে গুল চত্ত্বর স্থাপন করতে হবে।
• গাড়িতে যাত্রীদের সাথে খারাপ আচরণ থেকে বিরত থাকতে হবে।
• মেইন রোডে দিক নির্দেশনা সাইন স্থাপন করতে হবে।
• সাবেক ও বর্তমান কোন ছাত্র-ছাত্রীদেরকে উদ্দ্যেশ্য প্রণিতভাবে হয়রানি যাতে না হয় তা বন্ধ করতে হবে।
শেয়ার করুন