সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেলের ধাক্কায় আরিয়ান (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ-ঢাকা মহাসড়কে উপজেলার উত্তর ইকড়ছই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আরিয়ান জগন্নাথপুর পৌরসভার উত্তর ইকড়ছই এলাকার হারুন মিয়ার ছেলে।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল্লাহ। তিনি বলেন, ‘শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।’
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই ওবায়দুল্লাহ জানান, সোমবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল আরিয়ান। এ সময় জগন্নাথপুর থেকে সুনামগঞ্জগামী একটি মোটরসাইকেল আরিয়ানকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়।
স্থানীয়দের সহযোগিতায় আহত শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ওই মোটরসাইকেলের চালক ও এর আরোহী। সেখানে সোমবার বেলা ১১টার দিকে কর্মরত চিকিৎসক আরিয়ানকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতাল থেকে পুলিশ মোটরসাইকেলের চালক ও আরোহীকে আটক করে বলে জানান এসআই ওবায়দুল্লাহ।
শেয়ার করুন