জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ইসলামী আন্দোলনের প্রার্থীকে সমর্থন দিন: অধ্যাপক আশরাফ আলী আকন

সিলেট

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র পদপ্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান (এল.এল.বি) এর নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে মতবিনিময় সভা মঙ্গলবার (১১ এপ্রিল) বিকাল ২টায় আল কারীম মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কমিটির যুগ্ম আহবায়ক মুফতী সাঈদ আহমদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন।

প্রধান অতিথি তার বক্তব্যে আসন্ন সিসিক নির্বাচনে সিলেটের জনগণকে ইসলাম দেশ ও জাতির কল্যাণে হাতপাখা প্রতীকে রায় প্রদানের আহবান জানান। তিনি বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের সেবক হিসেবে নির্বাচিত হলে দুর্নীতি এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে জনগণের প্রাপ্য সুষম বন্টন করা হবে, সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌছানোর ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক আলহাজ্ব ফজলুল হক, সদস্য সচিব আলহাজ্ব নযীর আহমদ, ডা: রিয়াজুল ইসলাম, আলহাজ্ব হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন, মুফতী ফখর উদ্দিন, প্রভাষক বুরহান উদ্দিন, আলহাজ্ব আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান, মুফতী ফয়জুল হাসান চৌধুরী, মকবুল হোসাইন প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *