তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভাগীয় জনসভা। জনসভা শেষে পরদিন সকালেই স্বতঃস্ফূর্তভাবে মাঠ পরিষ্কার অভিযানে অংশগ্রহণ করেন জামায়াতের নেতাকর্মীরা।
শনিবার (৫ জুলাই) সকালে পরিষ্কার অভিযানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগরের আমীর, উপাধ্যক্ষ এটিএম আযম খান। তিনি নিজ হাতে ময়লা পরিষ্কারের মাধ্যমে অভিযানের সূচনা করেন। এরপর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সম্মিলিতভাবে মাঠ পরিষ্কারে অংশগ্রহণ করেন। এ সময় জনসভার জন্য তৈরি করা অস্থায়ী গেট অপসারণ করে পুরনো দেওয়াল পুনঃনির্মাণের কাজও শুরু করা হয়।
উপাধ্যক্ষ এটিএম আযম খান বলেন, ‘পূর্বনির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী জনসভার পরদিন মাঠ পরিষ্কার করা হচ্ছে। আমরা এ মাঠ ব্যবহার করে জনসভা আয়োজন করেছি, এখন এটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া আমাদের দায়িত্ব। কারণ, এই ঐতিহ্যবাহী মাঠ শুধু জিলা স্কুলের শিক্ষার্থীরাই নয়, নানা শ্রেণি-পেশার মানুষও ব্যবহার করে থাকেন। যত দ্রুত মাঠটি ব্যবহারের উপযোগী করা যাবে, ততই মঙ্গল। আলহামদুলিল্লাহ, জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা আজকের এ পরিষ্কার অভিযানে অংশ নিয়েছেন এবং আশা করি, আজই মাঠ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে, ইনশাআল্লাহ।’
এদিকে, দ্রুত মাঠ পরিষ্কার করায় জামায়াতের নেতাকর্মীদের প্রশংসা করেছেন সেখানে খেলতে আসা জিলা স্কুলের শিক্ষার্থীরা।
শুক্রবার অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা আব্দুল হালিম, ঢাকা দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুল, উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন এবং অধ্যাপক মাহবুবুর রহমান। এছাড়াও জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা সভায় বক্তব্য রাখেন।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫