জমকালো আয়োজনের মধ্য দিয়ে ইমরান আহমদ(এমপি)কাপ টি-১০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ভোদন “

সিলেট

কোম্পানীগঞ্জ প্রতিনিধি-:

আজ সোমবার বেলা ১১ ঘটিকায় সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী টুকের বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ইমরান আহমদ এমপি কাপ টি১০ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্ভোদনী অনুষ্টিত হয়।

কোম্পানীগঞ্জ ক্রীড়া সংস্থার সভাপতি রাসেল আহমেদের সভাপতিত্বে, দিলোয়ার হোসেন রিপন ও ফারুকুজ্জামানের যৌথ পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে টুকের গাও স্কুল ও কলেজ মাঠে বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী শামীম আহমদ।উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা মিয়া, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ইয়াকুব আলী,৫নং উত্তর রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফয়জুর রহমান, ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন ইমাদ,উপজেলা যুবলীগের যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, সদস্য আনসার,কুদ্দুস মিয়া।

কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক শাহ আলম স্বাধীন, সহ সভাপতি আহমেদ রেজা রুবেল, আনোয়ার হোসেন সেলিম, সাংগঠনিক সম্পাদক মো:,রাসেল।উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামসুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক সজীবুল ইসলাম জয়, সাবেক সমাজসেবা সম্পাদক এম এ আলীম,।কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাংবাদিক আকবর রেদওয়ান মনা,সুমন, ফারুক সহ প্রমুখ।

কোম্পানীগঞ্জ উপজেলার সবচাইতে বড় এই টুর্নামেন্টের এবারের আসরে মোট ৩২ টি দল অংশ গ্রহণ করছে। উদ্বোধনী খেলায় অংশ নেয় টুকের গাও আদর্শ ক্লাব ও পশ্চিম টুকের গাও ক্রিকেট ক্লাব।ইমরান আহমদ এমপি কাপ টি১০ ক্রিকেট টুর্নামেন্ট যা বাড়তি আনন্দ ছড়িয়েছে ক্রিকেট মহলে।টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে মিডিয়া পার্টনার কোম্পানীগঞ্জ উপজেলার প্রথম স্পোর্টস চ্যানেল ডি স্পোর্টস এবং সীমান্ত টিভি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *