
আল্লাহর ঘর কাবা শরীফ—যা মুসলিম উম্মাহর হৃদয়ের কেন্দ্রবিন্দু—তা অত্যন্ত রূহানী পরিবেশে ধৌত করা হয়েছে। পবিত্র এই আয়োজনে ইসলামী ঐতিহ্য ও আধ্যাত্মিকতার অপূর্ব সমন্বয় পরিলক্ষিত হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ জুলাই) মক্কা নগরীতে এ মাহফিলময় ধৌতকরণ অনুষ্ঠিত হয়। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে তার প্রতিনিধি ও মক্কার গভর্নর, রাজপরিবারের সদস্য, শীর্ষ আলেম এবং সরকারি কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
ঐতিহ্য অনুসরণে বরকতপূর্ণ ধৌতকরণ
সৌন্দর্য ও পবিত্রতার এক অপূর্ব নিদর্শন হয়ে ধৌতকরণ কার্যক্রম শুরু হয় জমজমের পানি, গোলাপ জল ও উৎকৃষ্ট মানের উদের সুগন্ধিযুক্ত পানি দ্বারা। ভেতরের দেয়াল ও মেঝে এসব পবিত্র উপাদানে ধুয়ে তোলা হয়। এবারের আয়োজনে ৪০ লিটার জমজম পানি ও গোলাপ জল ব্যবহার করা হয়।
ইবাদতের সৌরভে ভরে উঠে পবিত্র ঘর
পরিশুদ্ধির এ পুণ্যক্ষণে কাবার অভ্যন্তরে আদায় করা হয় নফল নামাজ। পরে সুগন্ধি ও উৎকৃষ্ট পারফিউম দ্বারা সুগন্ধিত করা হয় আল্লাহর এই মহান ঘরকে।
বার্ষিক এই আয়োজনে সীমিত সুযোগ
প্রতিবছর দুইবার এই পবিত্র অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়ে থাকে—রমজান পূর্বে এবং হজের পর মহররম মাসের শুরুতে। তবে অত্যন্ত সীমিতসংখ্যক মানুষই এই সৌভাগ্যপূর্ণ আয়োজনে সরাসরি উপস্থিত থাকার সুযোগ পান।
এমন আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত এই ধৌতকরণ অনুষ্ঠান পুরো মুসলিম উম্মাহর হৃদয়ে প্রশান্তির সুবাতাস বয়ে আনে, বাড়িয়ে দেয় আল্লাহর ঘরের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও ইমানি অনুভূতি।
শেয়ার করুন