জমিয়তের প্রার্থীদের নির্বাচিত করে সমাজ ব্যবস্থা পরিবর্তনে এগিয়ে আসুন: মুফতি মাওসুফ আহম

সিলেট

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা
জমিয়তের প্রার্থীদের নির্বাচিত করে সমাজ ব্যবস্থা পরিবর্তনে এগিয়ে আসুন
……………মুফতি মাওসুফ আহমদ

দেশজুড়ে এখন নির্বাচনী হাওয়া বইছে। তাই দেশ ও দশের কল্যাণের জন্য শতাব্দীর প্রাচীনতম রাজনৈতিক কাফেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত প্রার্থীদের খেজুরগাছ মার্কায় ভোট দিয়ে সমাজ ব্যবস্থা পরিবর্তনে এগিয়ে আসার আহবান জানিয়েছেন ইউরোপ জমিয়তের মহাসচিব, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি মাওসুফ আহমদ।

তিনি রোববার (২৩ অক্টোবর) সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জেলা ও মহানগর জমিয়তের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

সিলেট জেলা জমিয়তের সহসভাপতি শায়খুল হাদিস মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জীর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মাওলানা রায়হান আহমদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথির বক্তব্যে মুফতি মাওসুফ আহমদ আরও বলেন, বাংলাদেশসহ বহির্বিশ্বে আজ জমিয়তের জোয়ার উঠেছে। দ্বীন, ইসলাম ও মুসলমানদের স্বার্থ রক্ষায় দলটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

স্বাগত বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতারুজ্জামান তালুকদার।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা তাফাজ্জুল হক আজীজ, মহানগর সিনিয়র সহ-সভাপতি হাফিজ আব্দুর রহমান সিদ্দিকী, সহ সভাপতি হাফিজ মাওলানা ফখরুজ্জামান, সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়িবুর রহমান চৌধুরী, সিলেট জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মহানগর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা লুৎফুর রহমান, মহানগর জমিয়ত নেতা মাওলানা আব্দুর রহমান, মহানগর জমিয়তের সহ প্রচার সম্পাদক মাওলানা আতিকুর রহমান, বর্তমান সভাপতি আবুল খায়ের, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক লুকমান হাকিম , যুব জমিয়ত নেতা মাওলানা আবদুল হাই আল হাদী, মহানগর ছাত্র জমিয়তের দপ্তর সম্পাদক মীর আইনুল হক প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *