বৃহস্পতিবার রাতে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করে জামায়াত। এর মধ্যে সিলেটের জৈন্তাপুর উপজেলার দুই বারের উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন কে সিলেট-৪(জৈন্তাপুর-গোয়াইনঘাট -কোম্পানীগঞ্জ ) আসনের প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সাড়া দেখা দিয়েছে।
৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে কয়েক মাস ধরে উপজেলা জামাতের নেতা-কর্মীরা তৃণমূলে ব্যাপকভাবে সভা-সমাবেশ করছেন। খেলাধুলা, ধর্মীয় ও সামাজিক নানা আয়োজনে যোগ দিয়েও তাঁরা কুশল বিনিময় করছেন। এমন অবস্থায় আগামী সংসদ নির্বাচন সামনে রেখে বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করায় দলটি ‘নির্বাচনী মাঠে’ নেমেছে।
সিলেট-৪(জৈন্তাপুর-গোয়াইনঘাট -কোম্পানীগঞ্জ ) আসনের প্রার্থী ঘোষণা করায় নেতাকর্মী ও সাধারণ জনগণের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন পর জামায়াতের পক্ষ থেকে প্রার্থী মনোনয়ন দেওয়ায় নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় মিষ্টি বিতরণ করেন। প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই কর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে সমর্থন জানিয়ে পোস্ট দিচ্ছেন। স্থানীয় পর্যায়ে জামায়াতের নেতারা বলছেন, সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে তারা আরো বেশি কাজ করবেন এবং নির্বাচনে ভালো ফলাফলের আশা করছেন।
তবে, প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ মনে করছেন, জামায়াতের প্রার্থী দেওয়া প্রতিদ্বন্বীতাকে আরও তীব্র করবে, আবার অনেকে বলছেন, এতে নির্বাচনের সমীকরণে নতুন পরিবর্তন আসতে পারে। স্থানীয় ভোটারদের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, দীর্ঘদিন পরে জামায়াতের সক্রিয় রাজনীতিতে ফেরা রাজনৈতিক মাঠে নতুন মাত্রা যোগ করবে, আবার কেউ কেউ মনে করছেন, এতে অন্য দলের ভোটের সমীকরণ প্রভাবিত হতে পারে। এ বিষয়ে নির্বাচনী পর্যবেক্ষকদের মতে, জামায়াতের নির্বাচনে অংশগ্রহণ সামগ্রিক প্রতিদ্ব›িদ্বতাকে আরও চ্যালেঞ্জিং করে তুলবে।
স্হানীয় এক নেতা বলেন , আমাদের প্রার্থী উচ্চ শিক্ষিত সৎ মানুষ, ক্লিন ইমেজের মানুষ, যার ব্যাকগ্রান্ডে কোন অপবাদ নাই। গত ৫ই আগষ্টের পর জামাতের যে গনজোয়ার সৃষ্টি হয়েছে। এতে আমরা পুরোপুরি আশাবাদি। অন্য প্রার্থীদের নিয়ে বিভিন্ন বির্তক আছে। এ দিক থেকে আমাদের প্রার্থী অনেকগুন ভাল। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নতুন নেতৃত্ব চান তরুণ প্রজন্ম।
এ আসনের জনগণ দীর্ঘদিন ধরে দাবী করে আসছিল যে জয়নাল আবেদীন এর মতো একজন সৎ, যোগ্য ও পরিচ্ছন্ন ব্যক্তিকে প্রার্থী করা হলে জনগণ তাদের প্রিয় নেতাকে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী করে সংসদে পাঠিয়ে বিশ্বায়নের এই যুগে সকল ক্ষেত্রে পিছিয়ে পড়া সিলেট-৪ কে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়ে বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে চায়।
শেয়ার করুন