জাউয়া বাজারে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতকের ‌জাউয়া বাজারে ১৪৪ ধারা জারি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না।

ইজারা কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের আশঙ্কায় এ আদেশ জারি করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে সংঘর্ষ এড়াতে আদেশ জারি করেন ছাতেকর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ইজারা নিয়ে বিবাদমান দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষ হতে পারে। একইসঙ্গে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটতে পারে। তাই শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত জাউয়া বাজার এলাাকা এবং তার আশপাশে উক্ত সময়ের মধ্যে আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন, লাঠি বা দেশীয় কোনো অস্ত্র অথবা মাইকিং অথবা একসঙ্গে পাঁচজন ব্যক্তি চলাফেরা থেকে বিরত থাকার এবং সভা সমাবেশ মিছিল থেকে বিরত থাকার জন্য আদেশ প্রদান করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *