মৌলভীবাজারের বড়লেখায় বর্ণি ইউনিয়নের বন্যাদুর্গত ২৫০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের ব্যক্তিগত উদ্যোগে দিনব্যাপী এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।
শনিবার (১৬ জুলাই) দুপুরে বর্ণি ইউনিয়নের ফকিরবাজার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নিজাম উদ্দিন।
এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন- বড়লেখা পৌরসভার কাউন্সিলর রেহান পারভেজ রিপন, জুড়ী উপজেলা যুবলীগের পাঠাগার সম্পাদক ফয়ছল মাহমুদ ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান নোমান, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন রশিদ রাজী, সাংগঠনিক ফয়ছল আহমদ ও প্রচার সম্পাদক মো. বেলাল হোসাইন প্রমুখ।
উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) ডা. নুরুন নবী রাজুর নেতৃত্বে একদল চিকিৎসক এই সেবা দেন।
অপরদিকে দুপুরে ও বিকেলে পৃথক অনুষ্ঠানে বড়লেখার নিজবাহাদুরপুর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবার এবং উপজেলার সিএনজি চালিত অটোরিকশা শ্রমিকদের ৪০০ প্যাকেটসহ মোট ৫৫০ জনকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।
শেয়ার করুন