জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে দিরাইয়ে আলোচনা সভা

সুনামগঞ্জ

দিরাই(সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

‘মানসম্মত শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৩ উপলক্ষে সুনামগঞ্জের দিরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩মার্চ সোমবার দুপুর ১২ টায় গণমিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জসিম উদ্দিনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দিরাই উপজেলার চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য দেন, দিরাই পৌরসভার মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিপ্রা রানী রায়, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি নরোত্তম রায়। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাজন সাহা।
গত রোববার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহে কার্যক্রম দিরাইয়ে শুরু হয়। মঙ্গলবার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *