ছাতক প্রতিনিধিঃ
ছাতকে জাতীয় যুবদিবস উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের করা হয় এক বর্নাঢ্য র্যালী। র্যালী শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদ উল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, সমাজসেবা কর্মকর্তা শাহ শফিউর রহমান, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস। প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের বক্তব্য রাখেন, ছাদিকুর রহমান ছাদিক, মাওলানা হাবিবুর রহমান, ইমাম হোসেন, হাসিনা খান, হোসনা আক্তার, সাহিদ আলী প্রমূখ। এসময় মহিলাদের সেলাই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি। সভা শেষে প্রশিক্ষিত যুবক কয়েছ আহমদ, মাহবুবুর রহমান পাবেল ও হোসনা আক্তারকে ঋনের চেক, মাহফুজা আক্তার মুক্তা, শিল্পী রানী দাস, পম্পা রানী দাস ও আয়শা বেগম রানুকে প্রশিক্ষনের সনদ ও সফল যুবকর্মী রাসেল মিয়া ও রূপতেরা বেগমের হাতে সনদ তুলে দেয়া হয়।
শেয়ার করুন