হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সদর উপজেলার ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থা, (গভঃরেজিঃনং-১২৩৭/১৪) এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার সময় সংস্থার কার্যালয়ে সংস্থার সভাপতি মো. মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিতের পরিচালনায় আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, সংস্থার সহ-সভাপতি মো. সাহেদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক আহমদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আব্দুস শহীদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. খায়রুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সদস্য মো. নাসির উদ্দীন, আব্দুল কাদির, জুয়েফ আহমদ প্রমুখ।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংস্থার সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত।
শেয়ার করুন