জাতীয় শোক দিবসে সিলেটে ঝাড়ুতে পতাকা টানালো হাবিব ব্যাংক সিলেট জিন্দাবাজার শাখা।
জাতীয় পতাকা প্রতিটি মানুষের গর্ব ও অহংকার। অথচ শোকের মাসে এই পতাকার চরম অবমাননা করেছে হাবিব ব্যাংক লিমিটেড জিন্দাবাজার শাখা। সোমবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে। এই ব্যাংকটি পাকিস্তানের করাচী ভিত্তিক একটি বহুজাতিক ব্যাংক।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে সকাল দশটার দিকে ব্যাংকটির জিন্দাবাজারস্থ গোল্ডেন সিটির ভবনে ঝাড়ুতে বেঁধে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পথচারী কয়েকজন বিষয়টি নিয়ে ক্ষোভ জানালে তা দ্রুত খুলে দেওয়া হয়।
ব্যাংকের নিরাপত্তা কর্মীর দায়িত্বে থাকা আফজাল মিয়া জানান, ‘আমাদের ব্যাংকের কেশ ইনর্চাজ বিদুৎ স্যার বলেছিলেন পতাকা উত্তোলন করার জন্য। এটা আসলে ভুল হয়ে গেছে। না জেনে ভুল করে ফেলেছি।’
এভাবে জাতীয় পতাকা উত্তোলন করা ঠিক হয়নি স্বীকার করে হাবিব ব্যাংকের কেশ ইনর্চাজ বিদুৎ কুমার বিশ্বাস বলেন, ‘আমাদের ব্যাংকের নিরাপত্তাকর্মী ভুলে এই কাজ করেছে। ভুলে হয়ে গেছে। প্লিজ ক্ষমা করে দিন।’
এব্যাপারে সিলেটের জেলা প্রশাসক মো. মাজিবর রহমান বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহন করা হবে
এদিকে বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে সিলেটের সচেতন মহলে।
শেয়ার করুন