রাজধানীর যাত্রাবাড়ী থানায় ছেলের বিরুদ্ধে জঙ্গি সম্পৃক্ততায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানকে ফের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে সাতদিনের রিমান্ড শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পুলিশ পরিদর্শক মো. আবুল বাসার আসামিকে ফের আটদিনের রিমান্ডে নিতে আবেদন করেন।
এ সময় আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের জোর দাবি জানানো হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালত আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, ১২ ডিসেম্বর দিবাগত রাত ১টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে জামায়াতের আমিরকে গ্রেফতার করে সিটিটিসির একটি টিম।
শেয়ার করুন