জামায়াতে ইসলামীর নায়েবে আমির মুজিবুর রহমানকে সংগঠনটির ভারপ্রাপ্ত আমিরের দায়িত্ব দেওয়া হয়েছে। চলতি দায়িত্বের পাশাপাশি এখন থেকে তিনি এই দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
জামায়াতের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ খবর জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জামায়াতের আমির শফিকুর রহমান গ্রেপ্তার হওয়ায় তার পক্ষে দায়িত্ব পালন করা সম্ভব নয়। এই অবস্থায় এই দায়িত্ব পালন করবেন নায়েবে আমির মুজিবুর রহমান। শফিকুর রহমান আইনজীবীদের মাধ্যমে মুজিবুর রহমানের আমির হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি নিশ্চিত করেন।
গতকাল সোমবার দিবাগত রাতে উত্তরার বাসা থেকে গ্রেপ্তার হন জামায়াতের আমির শফিকুর রহমান। মঙ্গলবার তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
শেয়ার করুন