
সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরু শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায়। অথচ ফজরেই পূর্ণ হয়ে গেছে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। বেলা বাড়ার সাথে সাথে জনসমাগম বাড়ছে। উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে নেতাকর্মীদের উপস্থিতি।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন দিক থেকে মিছিল আসছে উদ্যান অভিমুখে। সমাবেশস্থলে ঢুকতে তাদের বেগ পেতে হচ্ছে। রমনা গেট থেকে মিছিলগুলো সড়ক প্রদক্ষিণ করতে দেখা গেছে।দেশের বিভিন্ন জেলা থেকে বাস, ট্রেন ও লঞ্চে করে আসা নেতাকর্মীরা রাজধানীতে এসে মিছিল সহকারে সমাবেশস্থলে প্রবেশ করছেন। নেতাকর্মীদের অনেকের হাতে তাদের দলীয় প্রতীক দাাঁড়িপাল্লা শোভা পাচ্ছে। দাঁড়িপাল্লা ও দলীয় মনোগ্রাম সম্বলিত টি-শার্ট,পাঞ্জাবি পরে এসেছে হাজার নেতাকর্মী।
বেলা বাড়ার সাথে সাথে মেট্রোরেলের স্টেশন, বাংলা একাডেমির সামনে ও দোয়েল চত্বরসহ উদ্যানের বাইরে আশপাশের বিভিন্ন এলাকা হয়ে উঠেছে লোকে লোকারণ্য।সমাবেশ ঘিরে টুপি, বাংলাদেশের জাতীয় পতাকা ও টি-শার্ট বিক্রি হচ্ছে চোখে পড়ার মতো। গরমে সমাবেশে আসা নেতাকর্মীদের কাছে আইসক্রিম, শরবত ও শসার চাহিদাও বেড়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ৪০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ মঞ্চে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় প্রথম পর্ব। পরে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। প্রথম পর্ব পরিচালনা করছেন শিল্পী সাইফুল্লাহ মানসুর।জাতীয় সমাবেশের মূল পর্ব শুরু হবে দুপুর ২টায়। এতে সভাপতিত্ব করবেন দলের আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ থেকে পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেলপ্লেয়িং ফিল্ড, সংস্কার ও বিচারসহ বেশ কিছু দাবি উঠে আসতে পারে।