জামায়াতে ইসলামীর পূর্ণাঙ্গ কমিটি গঠন

রাজনীতি

জামায়াতে ইসলামীর ২০২৩-২০২৫ কার্যকালের জন্য পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (২ ডিসেম্বর) কেন্দ্রীয় মজলিসে মজলিসে শূরার সভায় এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (৩ ডিসেম্বর) দলের প্রচার বিভাগের মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় ২০২৫ সাল পর্যন্ত দলটির নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কর্মপরিষদ গঠিত হয়।

আজকের খেলা
নেদারল্যান্ডস নেদারল্যান্ডস ০ : যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র | ০৯:০০ পিএম
আর্জেন্টিনা আর্জেন্টিনা ০ : অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া | ০১:০০ এএম

 

২০২৩-২০২৫ কার্যকালের জন্য নায়েবে আমির নির্বাচিত হন অধ্যাপক মুজিবুর রহমান, সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আনম শামসুল ইসলাম। সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন মিয়া গোলাম পরওয়ার।

সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে নির্বাচিত হন এটিএম মা’ছুম, রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, আবদুল হালিম, মোয়ায্যম হোসাইন হেলাল, মাওলানা মো. শাহজাহান ও এহসানুল মাহবুব জোবায়ের।

২০২৩-২০২৫ কার্যকালের জন্য কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারির দায়িত্ব দেওয়া হয়েছে মতিউর রহমান আকন্দকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *