জামায়াতের পক্ষ থেকে জৈন্তাপুর জমিয়ত নেতৃবৃন্দকে ৫ লাখ টাকা অনুদান

সিলেট

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জৈন্তাপুর উপজেলা শাখা নেতৃবৃন্দকে নগদ ৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমীর ডাক্তার শফিকুর রহমান।

রোববার (৭ আগস্ট) দুপুরে জৈন্তাপুর উপজেলার হরিপুর-হেমু নায়াগ্রাাম মাদরাসায় আয়োজিত মতবিনিময় পরবর্তী উপজেলা জমিয়তকে নগদ ৫ লক্ষ টাকার এই অনুদান প্রদান করা হয়।

সিলেটের জৈন্তাপুর উপজেলা জমিয়তের পক্ষ থেকে জামায়াতের আর্থিক অনুদান গ্রহণ করেন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা কুতুবউদ্দিন, সেক্রেটারি মাওলানা মুহি উদ্দীন, উপজেলা  সহসভাপতি ও জেলা সহসাধারণ সম্পাদক মাওলানা ওলিউর রহমান, উপজেলা সহসভাপতি ও সাবেক সেক্রেটারি মাওলানা কবির আহমদ, সহসাধারণ সম্পাদক হাফিজ মাসউদ আজহার, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইসলাম উদ্দিন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা রেজাউল।

এসময় জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট জেলা উত্তরের আমীর হা. আনোয়ার হোসেন খান, জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, জেলা কর্ম-পরিষদ সদস্য মাও. মাসুক আহমদ, জৈন্তাপুর উপজেলা জামায়াতের আমীর মাও. নাজমুল ইসলাম, সেক্রেটারি মাও. গোলাম কিবরিয়া প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *