সিলেটে হত্যা মামলায় ‘বিনা দোষে’ কারাগারে থাকা কলেজছাত্র ইমন আহমদ ছয় মাসের জামিন পেয়েছেন। হাইকোর্টের বিচারপতি মো. কামরুল হাসান মোল্লা ও বিচারপতি খন্দকার দিলারুজ্জামানের বেঞ্চ তাঁকে অন্তর্বর্তীকালীন এই জামিন দিয়েছেন।
রোববার সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিকট জামানত নামা জমা দেন ইমনের আইনজীবী।
রোববার সন্ধ্যায় অ্যাডভোকেট টিপু রঞ্জন দাশ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘এখন আর ইমনের কারা মুক্তিতে বাধা নেই।’
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আদালতের নির্দেশে ইমনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।’
ইমন নগরের কুয়ারপাড়ের প্রয়াত ময়না মিয়ার ছেলে। তিনি সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উড ওয়ার্কিং বিভাগের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র।
এর আগে চলতি বছরের ২১ নভেম্বর- সিলেটে ‘বিনা দোষে’ ৬ মাস ধরে কারাগারে কলেজছাত্র’ শিরোনামে সিলেট প্রতিদিনে সংবাদ প্রকাশিত হয়।সংবাদে বলা হয়-সিলেটে হত্যা মামলায় ইমন আহমদ নামের এক কলেজছাত্র বিনা দোষে ছয় মাস ধরে কারাগারে রয়েছেন বলে স্বজনেরা দাবি করেন।এ ছাড়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়া এক আসামিও বলেছেন, ঘটনার সময় তাঁদের সঙ্গে ছিলেন ‘কালা ইমন’ নামের আরেক তরুণ।
এদিকে মামলার বাদী বলেছেন, তিনি এখন একটু বেকায়দায় আছেন। তা না হলে আদালতে গিয়ে বলতেন, কলেজছাত্র ইমন আসামি নন।
ইমনের ভাই রোমন আহমদ রুনু বলেন, ‘আমরা পারিবারিকভাবে আজকের পত্রিকার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। পত্রিকার সংবাদে আমার ভাইয়ের মিথ্যা মামলায় কারাভোগের বিষয়টি উঠে এসেছে। এরপর আমরা ওই প্রতিবেদনসহ হাইকোর্টে জামিন আবেদন করি। আদালত আমার ভাইয়ের জামিন মঞ্জুর করেন।’
শেয়ার করুন