জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মহানগর শিবিরের সংবর্ধনা

সিলেট

স্বপ্নের বাগিচা করতে সজল, পবন হয়ে দাও সততার দোল’ এই স্লোগানকে সামনে রেখে সিলেটে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।

শনিবার নগরীর একটি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সেক্রেটারি সিদ্দিক আহমদের সভাপতিত্বে নগর অফিস সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাইফুল ইসলাম, কেন্দ্রীয় মানবাধিকার বিষয়ক সম্পাদক সামিরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক ও মহানগর সভাপতি মামুন হুসাইন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সভাপতি রাহাত বিন সায়েফ চৌধুরী সহ মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ রাশেদুল ইসলাম এই সফলতা অর্জন করায় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরা আজকে জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ সফলতার সাথে অতিক্রম করেছো। তোমরা আজকে প্রত্যাশিত ফল লাভ করে নিঃসন্দেহে নতুন ভুবন গড়ার প্রত্যয়ে বিভোর। তোমাদের ফলাফলে মা-বাবা, শিক্ষকদের সাথে ছাত্রশিবিরও আনন্দিত। আমাদের বিশ্বাস আগামীতেও এ সফলতা অব্যাহত থাকবে।

বিশেষ অতিথিবৃন্দ বলেন, ছাত্রশিবির তরুণ মেধাবীদের মেধাকে দেশের জন্য বিনিয়োগ করতে শেখায়। মেধাবীদের সঠিক মূল্যায়ন কেবলমাত্র ছাত্রশিবিরই করে থাকে। ছাত্রশিবির বিশ্বাস করে মেধাবীদের দিয়েই সমৃদ্ধ দেশ গঠন সম্ভব। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ, দেশ প্রেমিক নাগরিক তৈরির অঙ্গীকার নিয়ে ছাত্র শিবির ময়দানে কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে নগর সেক্রেটারি সিদ্দিক আহমদ বলেন, দেশ ও জাতির চরম ক্রান্তিলগ্নে আজ সৎ ও দক্ষ নেতৃত্বের বড়ই অভাব। যার ফলে সর্বত্র বিরাজ করছে অশান্তি-অস্থিরতা, সংঘাত সংঘর্ষ। সেই সৎ ও দক্ষ নেতৃত্বের অভাব তোমাদেরকেই পূরণ করতে হবে। দেশের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে মেধাবীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *