তীব্র গরমের মধ্যে ৫০ ওভারের প্রিমিয়ার লিগকে অমানবিক বললেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। সেই সঙ্গে জানিয়েছেন, বিশ্বকাপের কথা চিন্তা করে সুপার লিগ হতে পারত টি-টোয়েন্টি ফরম্যাটে। জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলে বিশ্বকাপের কথা চিন্তা করাটাও ভুল। ক্রিকেটার রুবেল হোসেনের ব্যবসায়িক শো রুম উদ্বোধন শেষে এমন মন্তব্য করেন সাকিব আল হাসান। জানালেন, জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দু ম্যাচ খেলবেন তিনি।
শনিবার (৪ মে) একটি শো-রুম উদ্বোধন করতে গিয়ে সাকিব আল হাসান এসব কথা বলেন।
বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্র সিরিজ নিয়ে কথা বলতে গিয়ে সাকিব আল হাসান বলেন, জিম্বাবুয়ে ও যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলা বিবেচনা করে আমরা যদি বিশ্বকাপ খেলা চিন্তা করি তাহলে আমার মনে হয় অনেক বড় ভুল হবে। বিশ্বকাপ একেবারেই আলাদা একটা জায়গা। ওখানে আমরা যত প্রেসার হ্যান্ডেল করতে পারব ততই ভালো করার সম্ভাবনা আছে।
গরমে ৫০ ওভার খেলাকে অমানবিক উল্লেখ করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, আমার কাছে মনে হয়েছে সুপার লিগটা যদি টি-টোয়েন্টি ফরম্যাটে হতো আমাদের দেশের জন্য ভালো হতো। খেলোয়াড়দের দিকটা চিন্তা করলেও আমার মনে হয় খুবই ভালো হতো। আমার মনে হয় খুবই অমানবিক এমন একটা পরিবেশে আমাদেরকে সারাটা দিন রোদের মধ্যে খেলানো। এই জায়গাটাতে মনে হয় অনেক ভালো একটা দায়িত্ব নেয়া যেত। এটা আমাদের জাতীয় দলের জন্যও উপকৃত হতো। যেহেতু আমরা টি-টোয়েন্টি ফরম্যাটে বিশ্বকাপ খেলতে যাচ্ছি।
শেয়ার করুন