জিয়ার হাত ধরেই অবৈধভাবে রাজনীতিতে এসেছে জামায়াত-নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গত ৫৩ বছরে জামায়াতে ইসলামীকে বারংবার রাজনীতিতে পুনর্বাসন করার প্রচেষ্টা করা হয়েছে। জেনারেল জিয়ার হাত ধরেই এ অবৈধ কাজ সম্পন্ন হয়। সেনা-জনতার অভ্যুত্থানের ফসল লুটকারী জিয়া জনগণের অভিপ্রায় তোয়াক্কা না করে গায়ের জোরে এ অবৈধ শক্তিকে জনগণের ওপর চাপিয়ে দেয়।

শুক্রবার (২১ মার্চ) নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক পেজে তিনি লেখেন, ২৪ এর ছাত্র নাগরিকদের গণঅভ্যুত্থানকে ৫ আগস্ট ক্যানটনমেন্টের সেই লুটেরা এবং তাদের জায়েজ করা অবৈধ বাচ্চাদের হাতে তুলে দেওয়ার প্রচেষ্টা চালায়। সেদিন ছাত্রদের ঐতিহাসিক ভূমিকার কারণে তারা পিছিয়ে আসে। কিন্তু তারা ক্যান্টনমেন্ট থেকে ষড়যন্ত্র অব্যাহত রাখে।

তিনি লেখেন, বর্তমানে তারা (ক্যানটনমেন্টের ষড়যন্ত্রকারীরা) দেশের ছাত্র নাগরিকদের গণতন্ত্রের পথ রুদ্ধ করার অভিপ্রায়ে ২৪ এর খুনি হাসিনা ও তার দল আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা চালাচ্ছে।

এমতাবস্থায় দেশপ্রেমিক ছাত্র নাগরিকদের নিকট আহ্বান। আওয়ামী লীগ পুনর্বাসনের দেশবিরোধী চক্রান্তকে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করুন।বিএনপির বাংলাদেশের পক্ষের অংশকে ছাত্র-নাগরিকদের এ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান। জামায়াতের বাংলাদেশ পক্ষের অংশকে ছাত্র নাগরিকদের এ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান। ক্যান্টনমেন্টে এবং সিভিল সার্ভিসের বাংলাদেশ রক্ষাকারী অংশকে এ লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।

আমরা গণতন্ত্র চাই। রক্তপাত চাই না। আমাদের এ প্রজন্ম দিল্লি এবং আওয়ামী লীগ প্রশ্নে ঐক্যবদ্ধ। আমরা মরে গেলেও অস্তিত্ব এবং গৌরবের প্রশ্নে আপসহীন।

ফেসবুক পোস্টে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।

সিলেট/নিউজ/খান

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *