জিয়া-মুস্তাকরা বঙ্গবন্ধুকে হত্যা করে ছিল -বিশ্বনাথে শফিক চৌধুরী

সিলেট

ফারুক আহমদ
স্টাফ রিপোর্টার

সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, স্বাধীন বাংলাদেশকে পাকিস্তানের অঙ্গ রাষ্ট্র বানানোর জন্য জিয়া-মুস্তাকরা বঙ্গবন্ধুকে হত্যা করে ছিল। আর জিয়ার স্ত্রী খালেদা ও পুত্র তারেক গ্রেনেড হামলা করে আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে হত্যা করে ছিল। এমনকি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্ঠা করেছিল। সব চেষ্ঠায় ব্যর্থ হয়ে দেশবাসীর সম্পদ লুটপাট করে বিদেশে গিয়ে আরাম-আয়েশের জীবনে বসবাস করে জিয়ার পুত্র তারেক দেশের নির্বাচন বাধাঁগ্রস্থ করার ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বিএনপি-জামায়াত চক্র তাদের বিদেশী প্রভুদের সাহায্য নিয়ে দেশে অগ্নি সন্ত্রাস করে বন্ধুকের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পায়তারায় লিপ্ত রয়েছে।

তিনি বুধবার (২৩ আগস্ট) রাতে সিলেটের বিশ্বনাথে উপজেলার অলংকারী ইউনিয়নের পনাউল্লা বাজারের একটি কমিউনিটি সেন্টারে অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ‘জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ৪৮তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভায় বক্তারা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে নৌকার মাঝি হিসেবে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরীকে মনোনয়ন দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে জোর দাবী জানান।

অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী হিরা মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তফজ্জুল আলীর পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, কার্যনির্বাহী সদস্য ও মহানগর কৃষক লীগের সহ সভাপতি শেখ আজাদ, কার্যনির্বাহী সদস্য আনোয়ার আলী, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের কার্যনির্বাহী সদস্য রুহেল খান, উপজেলা ছাত্রলীগের সভাপতি পার্থ সারতি দাশ পাপ্পু।
বক্তব্য রাখেন অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক নূর আলম, কার্যনির্বাহী সদস্য হানিফ আলী, ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সভাপতি ছগির আলী, ৫নং ওয়ার্ডের সভাপতি ছিদ্দেক আলী, ৬নং ওয়ার্ডের সভাপতি মন্তাজ আলী, ১নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বুরহান উদ্দিন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন অলংকারী ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ইউনুছ আলী ও শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা সুজন আহমদ। এসময় জাতীয় শোক দিবসের আলোচনা সভায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *