জীববৈচিত্র্য প্রাকৃতিক সুরক্ষায় লোকসংঙ্গীত ও পথনাটক অনুষ্ঠিত

সিলেট

বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

মোংলা উপজেলায় কাটাখালী চায়না মার্কেট বাজার কারিতাস মাঠ প্রাঙ্গণে বৃহস্পতিবার  (১৬ জানুয়ারী) বিকাল ০৪ টায় সিএনআরএস নবপল্লব প্রকল্পের সহায়তায় মানগ্রোভ থিয়েটারের পরিবেশনায় পথ নাটক ও গান অনুষ্ঠিত হয়।

ওক্ত পথ নাটকের মানগ্রোভ থিয়েটার এর পরিচালক রকিবুল ইসলাম রাকিব এর পরিচালনায় নতুন কুড়ি নাটক ও গান পরিবেশিত  হয়।

উক্ত ‘নতুন কুড়ি’ নাটকে মায়ের অভিনয়ে মুক্তি রানী,শিশু শিল্পি অভিনয়ে খুকুমণি ও স্বামীর চরিত্রে রকিবুল ইসলাম অভিনয়  করেন।

এছাড়াও নিপুন রায়, দিবশ্বিস মল্লিক,অবনি সরকার,সন্তোষ মজুমদার,দ্বিবাকার,খুকু মনি,অন্যান্য চরিত্রে অভিনয় করেন।যন্ত্র সংগীতে ছিলেন সুনীল মন্ডল,অশোক মন্ডল ও সঙ্গীত শিল্পী ছিলেন সাথী মৌলিক ও সাগর মৌলিক এবং তপন কর।

পরিবেশগত সংকটাপন্ন ঝুকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রকৃতির সুরক্ষা ও পুনরুদ্ধার এর জন্য মোংলা উপজেলায় সুন্দরবনের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদের ন্যায্য আহরন ও ব্যাবহার এবং এ সংক্রান্ত বিদ্যমান নীতিমালা বিষয়ে সচেতন করার জন্য লোকসংঙ্গীত,পথনাটক অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে যানা যায় সুন্দরবন কিভাবে বাচাতে হবে, প্রাকৃতিক সুরক্ষা,পরিবেশ রক্ষা করতে হবে এই পথনাটকে অভিনয়ের মাধ্যমে তুলে ধরেন।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃরুহুল আমিন, মোঃ কবির আকন,পরিবেশবীদ মোঃ মারুফ বাবু,যুবনেতা মোঃ রবিউল হাওলাদার,মোঃ বশির হাওলাদার,বীর মুক্তিযুদ্ধা সুভাষ সরকার,নরেন্দ্র নাথ সরকার ও স্থানীয় নেতৃবৃন্দ,নারী,শিশু কিশোর,প্রতিবন্ধী ও সরকারী,বেসরকারী কর্মকর্তাবৃন্দ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন নুসরাত জাহান(ফিল্ড ম্যানেজার)  সিএনআরএস,নবপল্লব প্রকল্প। এবং অমল বিশ্বাস, রাখী ঢালী,সাদিয়া ইসলাম রিদি,মাহদী হাসান সিএনআরএস এর প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *