মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সাথী ও সদস্যেদের নিয়ে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ আগষ্ট) বিকালে স্থানীয় একটি হল রুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জুড়ী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।
জুড়ী উপজেলা জামায়াতের আমীর হাফেজ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতের মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার এম শাহেদ আলী। বিশেষ অতিথি ছিলেন- জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা নায়েবে আমীর আব্দুল হাই হেলাল প্রমুখ।
শেয়ার করুন