বরিশাল প্রতিনিধি:
দৈনিক মানবকণ্ঠ পত্রিকার কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি, সাংবাদিক ইলিয়াস হাওলাদার তার ফেসবুক আইডিতে, ৫ মে তার নিজ গ্রাম মহিষকান্দিতে কিছু লোক প্রতিনিয়ত জুয়া খেলেন বলে সংবাদ প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয় জুয়াড়িরা। গতকাল সন্ধ্যায় ওয়াজেদ হাওলাদের চায়ের দোকানে সাংবাদিক ইলিয়াসকে দেখতে পেয়ে, মহিষকান্দি গ্রামের মোবারক মল্লিকের ছেলে শোহেল মল্লিক, ও বারেক হাওলাদের ছেলে রেজাউল হাওলাদার, ৭/৮ জন লোক নিয়ে, অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে, ইলিয়াস কে মারার জন্য তেরে আসেন তখন লোক জনের উপস্থিতিতে মারতে না পেরে ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করেন, এ বিষয়ে আজ ৮মে কাঠালিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন সাংবাদিক ইলিয়াস।
এবিষয়ে ইলিয়াস বলেন, আমি ৫ মে ফেসবুকে লিখেছিলাম মহিষকান্দি গ্রামে কতিপয় লোক জুয়া খেলে,
৭ মে সন্ধ্যায় আমি ওয়াজেদ হাওলাদারের দোকানে চা খেতে বসেছিলাম। তখন মহিষকান্দি গ্রামের মোবারক মল্লিকের ছেলে শোহেল মল্লিক, ও বারেক হাওলাদের ছেলে রেজাউল হাওলাদার, ৭/৮ জন লোক নিয়ে, অকথ্য ভাষায় গালিগালাজ করতে কতরে বলে তুই কিসের সাংবাদিক হইছো সাংবাদিকতা বের করে দিবো এবং মারার জন্য তেরে আসে, স্থানিয় লোকজনে বাধা দিলে মারতে পারেনি তাই হত্যার হুমকি দিয়ে চলে জায় তারা। এ বিষয়ে আমি কাঠালিয়া থানায় লিখিতো অভিযোগ করেছি।
এ বিষয়ে অভিযুক্ত শোহেল জানান, ও কিসের সাংবাদিক, সাংবাদিক হইলেই কি যা খুশি তাই লিখবে, গালিগালাজ করেছি তাতে কি হয়েছে ও যা করতে পারে করুক।
শেয়ার করুন