জুলাই বিপ্লবের অর্জনকে নস্যাৎ হতে দেয়া যাবে না-হাবিবুর রহমান

সিলেট

বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তাদের দোসররা বিভিন্ন স্থানে ওঁৎ পেতে আছে। তারা প্রতিনিয়ত বিভিন্ন অপপ্রচার ও অপকর্মের মাধ্যমে জাতির মধ্যে বিভেদ-বিভক্তি তৈরীর অপচেষ্টা অব্যাহত রেখেছে। পতিত স্বৈরাচারদের এইসব পাতানো ফাঁদে পা দেয়া যাবে না। তাদের ব্যাপারে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। কোন ভাবেই ফ্যাসিবাদের দোসরদের এইসব চক্রান্তে জুলাই বিপ্লবের অর্জনকে নস্যাৎ হতে দেয়া যাবে না।

তিনি শনিবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখা আয়োজিত উপজেলা আমীর সম্মেলনে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

সিলেট জেলা সেক্রেটারী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, মুক্তিযোদ্ধা পরিষদ সিলেট বিভাগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফেজ নজমুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *