জেলা পরিষদ নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এড. নাসির খান

সিলেট

সিলেট জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট  নাসির উদ্দিন খান’র পক্ষে সিলেট জেলা নির্বাচন অফিস থেকে মনোনয় ফরম সংগ্রহ করেছেন এড. নাসির উদ্দিন খান।

রোববার (১১ সেপ্টেম্বর) সকালে সিলেট জেলা আওয়ামী লীগের প্রতিনিধি দলের মাধ্যমে সিলেট জেলা আঞ্চলিক নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড আজমল আলী, জেলা আওয়ামী লীগের  উপ দপ্তর সম্পাদক মজির উদ্দিন, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান মতি, কোষাধ্যক্ষ শমসের জামাল, ২২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা এড নাসিরসহ নেতৃবৃন্দ।

উল্লোখ্য, গতকাল শনিবার আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের এক সভায় সিলেট জেলা পরিষদের নির্বাচনে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খানকে দলীয় মনোনয়ন দেয়া হয়।

এর আগে সিলেট জেলা পরিষদের নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চান বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ৫ নেতা।

তারা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজকোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিজিত চৌধুরী ও জেলা পরিষদের প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আবেদীন।

তবে এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ শেষ পর্যন্ত পারিবারিক কারণে ফরম জমা দেননি বলে জানান।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর আর ভোট গ্রহণ ১৭ অক্টোবর।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *