জেলা পরিষদ নির্বাচনে ৯নং ওয়ার্ডে আলোচনার শীর্ষে এবারও মুহিবুল হক মুহিব

সিলেট

এস এম শরীফ,স্টাফ রিপোর্টার(সিলেট):

আগামী ১৭অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট জেলা পরিষদের নির্বাচন। নির্বাচনের ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে এতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকরা এই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এদিকে নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্য তোড়জোর দেখা যাচ্ছে প্রার্থীদের মধ্যে। তবে জৈন্তা-কানাইঘাট,সদর উপজেলায় (৯নং ওয়ার্ডে) অন্যান্য সদস্য প্রার্থীদের থেকে তালা প্রতিক নিয়ে ভোটের মাঠে আলোচনার শীর্ষে এবারও রয়েছেন সাবেক সদস্য মুহিবুল হক মুহিব ।

এলাকার সচেতন ও অভিজ্ঞ মহলের ধারনা তিনি বিপুল ভোটে জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী হিসাবে এবারও পূনরায় নির্বাচিত হবেন। অন্য প্রার্থীদের থেকে ইতি মধ্য মুহিবুল হক মুহিব দলমত নির্বিশেষে সকলের আলোচনার শীর্ষে রয়েছেন। মুহিবুল হক মুহিব ছোট বেলা থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত থেকে মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সাবেক জেলা সদস্য । জেলা উপজেলার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি সর্বশ্রেণীর মানুষের কাছে রয়েছে তার বেশ পরিচিতি। বিভিন্ন সেচ্ছাসেবী ও সাহায্য মূলক সংগঠেনর প্রতি রয়েছে সুদৃষ্টি। সর্বোপুরি তিনি সাধারণ মানুষের কল্যানে নিবেদিত এক প্ৰাণ।

সরেজমিনে, বিভিন্ন ইউনিয়ন পরিষদ ঘুরে জানাযায়, আগামী ১৭অক্টোবর অনুষ্ঠিত সিলেট জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে জৈন্তা-কানাইঘাট সদর উপজেলায় (৯নং ওয়ার্ড) ভোটের হাওয়া আরও জোরেশোরে বইতে শুরু করেছে। চায়ের দোকান, হোটেল-রেস্তোরা, স্কুল, কলেজ, মাদ্রাসা, খেলার মাঠ সবত্রই এখন প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে। উপজেলার বিভিন্ন শ্রেণী পেশাজীবী ও শুভাকাঙ্ক্ষীর তাদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহিবুল হক মুহিব কে জেলা পরিষদের পূনরায় সদস্য হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করার পাশাপাশি দোয়া ও চেয়েছেন।

মুহিবুল হক মুহিব বলেন, সমাজের অসহায় হতদারিদ্র মানুষের কল্যাণে কাজ করাই আমার রাজনীতির মুল লক্ষ্য।আমি বিগত সময়ে জনগনের পাশে থেকে সমাজ ও জনকল্যাণে কাজ করে যাচ্ছি। অতিথিতের মত আমি প্রতিটি ইউনিয়নে সমান ভাবে উন্নয়ন মুলক কাজ বাস্তবায়ন করে যাব।

তিনি আগামী সোমবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে তাকে পুনরায় তালা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানিয়ে ৯নং ওয়ার্ডের সকল জন প্রতিনিধিদের কাছে ভোট এবং দোয়া চেয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *