জেলা পরিষদের চেয়ারম্যান পদ নির্বাচনে সিলেটে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাসির উদ্দিন খান।
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথসভায় এসব প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করা হয়।
প্রার্থী চূড়ান্তের পর আওয়ামী লীগ সভাপতি, আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চিঠি পেয়েছেন অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
প্রধামন্ত্রীর চিঠিতে উল্লেখ- ‘আমার শুভেচ্ছা জানবেন। বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনােনয়ন বাের্ড সিলেট জেলা পরিষদ-এর নির্বাচনে চেয়ারম্যান পদে আপনাকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সমর্থন প্রদান করেছে। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।’
সিলেট জেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ক্রয় করেছিলেন দলের বিভিন্ন পর্যায়ের ৫ নেতা। মনোনয়নপ্রাপ্ত সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান ছাড়াও মনোনয়ন ক্রয় করেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জজকোর্টের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আসাদ উদ্দিন আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিজিত চৌধুরী ও বর্তমান প্রশাসক কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন। তবে মিসবাহ উদ্দিন সিরাজ ছাড়া অন্য ৪ নেতা দলীয় মনোনয়ন জমা দেন। শেষ পর্যন্ত ভাগ্য সুপ্রসন্ন হয় অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের, তিনি পান দলীয় মনোনয়ন।
এদিকে- দলীয় মনোনয়ন পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন্দ্রীয় ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি শনিবার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন সিলেট জেলা আওয়ামী লীগের নাসির উদ্দিন খান।
এক বিবৃতিতে তিনি বলেন- ‘সকলের সম্মিলিত সহযোগিতায় এবং সমর্থনে আগামী ১৭ অক্টোবরের নির্বাচনে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা ও বিশ্বাসের মূল্য দিতে পারবো, ইনশাআল্লাহ।’
শেয়ার করুন