ইউনিয়ন ও মহানগর পর্যায়ে পদযাত্রা কর্মসূচির পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সরকারের পতনসহ ১০ দফা দাবিতে আগামী ২৫ ফেব্রুয়ারি দেশের সব জেলায় পদযাত্রা করবে দলটি।
শনিবার বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সের স্বাক্ষর করা এক বিবৃতিতে নতুন এ কর্মসূচি সম্পর্কে জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দমন-নিপীড়নের প্রতিবাদে, খালেদা জিয়াসহ কারাবন্দি বিএনপি নেতাকর্মীদের মুক্তি, গণতন্ত্রবিরোধী সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে ২৫ ফেব্রুয়ারি দেশব্যাপী সব জেলায় পদযাত্রা করবে বিএনপি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫ ফেব্রুয়ারির এই পদযাত্রা সফল করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।