ফারুক আহমদ,
স্টাফ রিপোর্টার:
জেলা শিল্পকলা একাডেমি থেকে তালবাদ্য যন্ত্র (তবলা) বিষয়ে ১ম স্থান অধিকার করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের দেবতোষ দাশ রিপন।
‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার ৭ আগস্ট বিকাল ৫ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে কোর্স সমাপনী পরীক্ষা ২০২১ শিশু ও সাধারণ বিভাগের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ পত্র প্রদান অনুষ্টানে অনুষ্টানিক ভাবে দেবতোষ দাশ রিপন এর হাতে শ্রেষ্টত্বের সনদ পত্র তুলে দেন জেলা প্রশাসক মো. মজিবুর রহমান।
উপজেলার নোয়ারাই গ্রামের রথিশ দাশ এর ছেলে দেবতোষ দাশ রিপন জেলা শিল্পকলা একডেমি প্রশিক্ষণ কেন্দ্রে সাধারণ বিভাগের আওতাধীন তালবাদ্য যন্ত্র (তবলা) বিষয়ে ৪ বছর মেয়াদী নির্ধারিত পাঠ্যক্রম সম্পন্ন করে ২০২১ সালে অনুষ্টিত কোর্স সমাপনী পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে এই পুরুস্কার অর্জন করেন।
এ ব্যাপারে পুরস্কারপ্রাপ্ত দেবতোষ দাশ রিপন এর সাথে কথা হলে তিনি সবার কাছে দোয়া ও আশির্বাদ চেয়েছেন।
শেয়ার করুন