
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি:-
মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় জৈন্তাপুর আশরাফুল উলুম নিজপাট মাদ্রাসা থেকে র্যালিটি শুরু হয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে জৈন্তাপুর রেজিস্ট্রারি মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ছাত্র জমিয়ত বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহফুজের পরিচালনায় ও সভাপতি মাওলানা হুজায়ফা আল হিলালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে বাংলাদেশ কেন্দ্রীয় শাখার আইন বিষয়ক সম্পাদক ও সিলেট-৪ আসনের খেজুর গাছ মার্কার প্রার্থী এডভোকেট মোহাম্মদ আলী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মাওলানা মহিবুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কবির আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন, জমিয়ত নেতা মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা ফারুক আহমদ, জননেতা এইচ এম মাসউদ আজহার, হাফিজ আনোয়ার, মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা মুস্তাক আহমেদ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা গোলাম কিবরিয়া, হাফেজ জুনেদ আহমদ, গোলজার আহমেদসহ ছাত্র জমিয়ত ও জমিয়তের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
র্যালি চলাকালে দেশপ্রেম, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামী মূল্যবোধকে ধারণ করে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে জৈন্তাপুর বাজার এলাকা।
আলোচনা সভায় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সচেতন, দেশপ্রেমিক ও আদর্শবান ছাত্রসমাজ গড়ে তোলার আহ্বান জানান।
শেয়ার করুন


