মো : বিলালুর রহমান
জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলার সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের বিরুদ্ধে সম্প্রতি সময়ে ভোলাগঞ্জ সাদা পাথর লুটের ঘটনায় জড়িত করে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ২২শে আগষ্ট) বিকেল ৫:০০ ঘটিকায় উপজেলার দরবস্ত বাজার এলাকায় খরিল পরগণাবাসীর উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে খরিল পরগণার বর্ষিয়ান মুরুব্বি হাজি আব্দুল মজিদের সভাপতিত্বে ও মাষ্টার আব্দুল মান্নানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খরিল পরগনার বর্ষিয়ান মুরুব্বি সাবেক ইউপি সদস্য আলহাজ্ব কুটি মিয়া,ইসমত আলি,ডাঃ মোহাম্মদ আবদুল্লাহ্, দরবস্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান বশির আহমেদ, মাওলানা কবির আহমেদ, নাসির আহমেদ, মাওলানা মামুনুর রশীদ, মোশাইদ আলি, আব্দুল হামিদ মেম্বার, সামসুল হক মেম্বার, মইনুল ইসলাম মেম্বার, নুর মিয়া, হাবিবুর রহমান হবন, আব্দুর রশিদ পেড়াই,নুরুল আমিন,আব্দুস সাবুর,আবদুল খালিক,মাওলানা আলাউদ্দিন,আফতাব আলি মুহুরী সহ খরিল পরগনার বসবাসরত অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি সাদা পাথর লুটের ঘটনায় বিভিন্ন মিডিয়া সহ একটি কুচক্রী মহল আলহাজ্ব জয়নাল আবেদীনকে নিয়ে মিথ্যা ও বানোয়াট উদ্দেশ্যপ্রনোদীত ভাবে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তারা বলেন জয়নাল আবেদীন একজন জনপ্রিয় ব্যাক্তি ও তিনি নির্বাচনে অংশ নিয়ে জনগনের ভোটে বারবার নির্বাচিত হয়েছে। আগামীতে তার সফলতার অগ্রযাত্রাকে ব্যহত করতে একটি কুচক্রী মহল অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তিনি কোনদিন পাথর ব্যবসা কিংবা পাথর সংশ্লিষ্ট কোন কিছুতে জড়িত ছিলেন না। কিন্তু সম্প্রতি সময়ে তাকে ঘিরে পাথর লুটপাটের জড়িতের মত মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। অনতিবিলম্বে এই ধরনের অপপ্রচার বন্ধ না করলে ১৭ পরগণার পক্ষ থেকে বৃহৎ আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫