প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৫:০০ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২৫, ৭:৪৬ এ.এম
জৈন্তাপুরে দুইদিনে তিনটি মসজিদে চু*রি

সিলেটের জৈন্তাপুর উপজেলায় গত দুইদিনে তিনটি মসজিদ থেকে দানবাক্স, মাইকের এমপ্লিফায়ার, ব্যাটারি ও ফ্যান চুরির ঘটনা ঘটছে। মসজিদ তিনটি হলো- উপজেলার ৪নং দরবস্ত ইউনিয়ন এলাকার দীঘিরপাড় জামে মসজিদ, উত্তর দরবস্ত জামে মসজিদ ও করগ্রাম এলাকার হাজী আব্দুর রহিম জামে মসজিদ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (১৬ জুন) দিবাগত গভীর রাতের কোনো এক সময় করগ্রাম ও উত্তর দরবস্ত জামে মসজিদে ও রোববার (১৫ জুন) গভীর রাতে দীঘিরপাড় জামে মসজিদে চুরির ঘটনা ঘটে।
দীঘিরপাড় জামে মসজিদের কোষাধ্যক্ষ মো. আবদুল্লাহ্ জানান, সোমবার দিবাগত গভীর রাতে মসজিদের একটি দানবাক্সসহ দুটি মাইকের এমপ্লিফায়ার মেশিন ও ইমামের মিম্বরের উপরে লাগানো একটি ফ্যান চুরি হয়ে যায়। এ সময় স্থানীয় এক তাবলিগ জামাতের মুসল্লীর ব্যাগ মসজিদে রাখা ছিল, সেটাও চুরি হয়। চুরি যাওয়া মেশিন ও ফ্যানের বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। চুরি হওয়া দানবাক্সে গত ৬ মাসের দানের অর্থ গচ্ছিত ছিল বলেও তিনি জানান।
এদিকে উত্তর দরবস্ত জামে মসজিদের ইমাম মাওলানা মনির উদ্দিন বলেন, গতরাত (সোমবার) সাড়ে ৩টায় তিনি মসজিদে গিয়ে দুটি তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এ সময় মসজিদের দানবাক্সের তালা খোলা ছিল এবং তাতে কোনো টাকা-পয়সা ছিল না। পাশাপাশি চোরচক্রের সদস্যরা মাইকের এমপ্লিফায়ার মেশিন ও ব্যাটারি চুরি করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, প্রতি তিনমাসে একবার দানবাক্স খুলে টাকার হিসাব সংগ্রহ করা হতো। চুরি হওয়া দানবাক্সে গত দুই মাসের দানের অর্থ ছিল। চুরি হওয়া মেশিন ও ব্যাটারির দাম আনুমানিক ৬৫ হাজার টাকা।
একই দিনে দরবস্ত করগ্রাম এলাকার হাজী আব্দুর রহিম জামে মসজিদে গভীর রাতে চুরির ঘটনা ঘটে। এ বিষয়ে মসজিদের সভাপতি আবদুল মজিদ বলেন, মসজিদের দুটি এমপ্লিফায়ার মেশিন, একটি সৌর বিদ্যুতের ব্যাটারিসহ ইমাম সাহেবের জামা-কাপড় চুরি হয়েছে। চুরি হওয়া পণ্যসামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা। এ ঘটনায় মসজিদ কমিটির পক্ষ থেকে মঙ্গলবার সকালে জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
এ বিষয়ে ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহারুল আলম বাহার বলেন, তিনটি চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ইতোমধ্যে ইউনিয়নের পক্ষ থেকে তিনটি মসজিদ কমিটিকে থানায় জিডি করার কথা বলা হয়েছে। তা ছাড়া মঙ্গলবার ইউনিয়নের সকল সদস্য ও নারী সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করা হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয়ভাবে মসজিদ ও শিক্ষাপ্রতিষ্ঠানে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। বিশেষ করে সামাজিকভাবে সকলকে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
তিনি আরও বলেন, তিনটি চুরির ঘটনা একটি সংঘবদ্ধ চোরচক্রের কাজ হয়ে থাকতে পারে। যদি এরা বহিরাগত হয়, তাহলে স্থানীয় কোনো চক্র তাদের সহযোগিতা করতে পারে বলে ধারণা করছি।
এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, মসজিদে চুরির ঘটনা খুবই নিন্দনীয়। চুরির রোধে পুলিশের টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
এ বিষয়ে তিনি স্থানীয়দের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান। বিশেষ করে সংশ্লিষ্ট এলাকায় সন্দেহভাজন ও বহিরাগত ব্যক্তিদের আনাগোনা লক্ষ্য করলে পুলিশকে তাৎক্ষণিকভাবে তথ্য প্রদানের জন্য অনুরোধ করেন তিনি।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫