সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাই পথে ভারত থেকে আনা ৩২টি গরু-মহিষ এবং ৩৭ বস্তা চিনি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার নিজপাট ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জব্দের পাশাপাশি পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, উপজেলার গৌরীশংকর এলাকায় ভারত থেকে নিয়ে আসা ১৭টি গরু এবং যশপুর থেকে ১৫টি মহিষ ও ৩৭ বস্তা চিনি জব্দ করা হয়েছে। এসব চোরাচালানে জড়িত থাকার অভিযোগে উপজেলার খারুবিল গ্রামের ইব্রাহিম আলী, ইয়াছিন আহমদ, গৌরীশংকর গ্রামের সোহেল আহমদ ও ঘিলাতৈল গ্রামের এখলাছ আহমদকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা করা হয়েছে। গতকাল তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার জৈন্তাপুরে চেকপোস্ট বসিয়ে একটি প্রাইভেটকারে ভারত থেকে আনা ২৯৭টি মোবাইল ফোন সেট জব্দ ও একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
শেয়ার করুন