জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেট

 

মো: বিলালুর রহমান সিলেট জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি :

জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৪-আসনে সংসদ সদস্য পদপ্রার্থী জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কলেজ গভনিং বডির সভাপতি জয়নাল আবেদীন।

২১ মে বুধবার সকালে কলেজ হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্য জয়নাল আবেদীন বলেন, জৈন্তাপুর তৈয়ব আলী ডিগ্রী কলেজ এখানকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অনেক অবদান রেখে আসছে। এই কলেজের শিক্ষার সুন্দর পরিবেশ বজায় রাখতে সবার সহযোগিতা প্রয়োজন। জৈন্তাপুর উপজেলা কে একটি মেধাবী জনপদে এগিয়ে নিতে হলে প্রকৃত শিক্ষা অর্জনের কোন বিকল্প নেই।

সকলের সহযোগিতায় শিক্ষার মান উন্নয়ন সহ সার্বিক উন্নয়নে এই অঞ্চল কে আমরা আরও এগিয়ে নিতে চাই। সভায় কলেজ অধ্যক্ষ মুফিজুর রহমান চৌধুরী, সহকারি অধ্যক্ষ কামরুল ইসলাম শেরগুল, শিক্ষানুরাগী সদস্য মোস্তাক আহমদ, বিএনপি নেতা মাসুক আহমদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমদ সহ কলেজের অন্যান্য শিক্ষক বৃন্দ,অভিভাবক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *